সবুজ আলোরা জলের ছায়ায় নাচে,
অন্ধকারে।অপুর্ন সময় পুর্ন বিহ্বলে
কতটা পথ পেরোলে তোমার জংশন ওড়াবে সবুজ
আমাকে থামানোর ছলে ।
একদিন তবু একা ফিরে যাবে হতাশা,
প্রাপ্তি মেখে মেনে নেবে ভোর,
অচেনা হুইসেল মনে হবে চেনা
শির শির জলের ধারায় তখনো আমরা
আঙ্গুলের ফাঁকে লেগে রবে ঘোর।
ভেসে যাওয়া ক্ষন জেগে রয়
কপালের ভাঁজে ,একাকার অদৃশ্য সিদুরে
লাল।
মুছে যাওয়া দাগ এলোমেলো , খোঁজে মেঠো
পথ
পেতে চায় মাঝ রাত, প্রেয়সীর হাত
ভালবাসে ডালপালা খুঁজে নেয় ঘ্রান।প্রান আর
অধরে লেগে থাকা বিপন্ন বিথী ।
No comments:
Post a Comment