আমার হারানোর বাহনেরা তৈরী ।আমি হারিয়ে যাবো,
ভাসোমান আলোতে। দুলতে দুলতে হবো নীরব মুখর।
এপার ওপার দুই পার সাজুক মাধবী লতায়। আমি দুর্বা হবো।
রং হীন দুর্বার ডাক শুনি আমি। ক্রমশ গুটিয়ে আসে শীর্ণ শরীর।
ক্লোরোফিল হারিয়ে আমি ফ্যকাশে হতে হতে একদিন।
মিশে যাবো অপার সুখে তোমাদের পথে।
মেহগনীর মত শক্ত পাত নেই আমার গায়,নিতান্ত কোমল ডাটা ডগা পাতা।
চিক চিক করি বুকে বেধে এক ফোটা শিশির ,
শিশিরের বুকে নামে সূর্য্যের ঢল, আমি কেবল আলোয় ভাসি।
আলো আসে, আলো যায়,তোমার উঠোন শুকায়, আমার সীমানা ভাঙ্গে চৌচির,
তোমার সুর্য্যরা উত্তাপে পুড়িয়ে দিলো গ্রাম,
অামার একান্ত ভিটে মাটি।
আগুন আমার ডগায় ডগায়।
ভাসোমান আলোতে। দুলতে দুলতে হবো নীরব মুখর।
এপার ওপার দুই পার সাজুক মাধবী লতায়। আমি দুর্বা হবো।
রং হীন দুর্বার ডাক শুনি আমি। ক্রমশ গুটিয়ে আসে শীর্ণ শরীর।
ক্লোরোফিল হারিয়ে আমি ফ্যকাশে হতে হতে একদিন।
মিশে যাবো অপার সুখে তোমাদের পথে।
মেহগনীর মত শক্ত পাত নেই আমার গায়,নিতান্ত কোমল ডাটা ডগা পাতা।
চিক চিক করি বুকে বেধে এক ফোটা শিশির ,
শিশিরের বুকে নামে সূর্য্যের ঢল, আমি কেবল আলোয় ভাসি।
আলো আসে, আলো যায়,তোমার উঠোন শুকায়, আমার সীমানা ভাঙ্গে চৌচির,
তোমার সুর্য্যরা উত্তাপে পুড়িয়ে দিলো গ্রাম,
অামার একান্ত ভিটে মাটি।
আগুন আমার ডগায় ডগায়।
এত আলো এত সুখ এত ভালোবাসা। তারপর তুমি হয়ে ওঠো শক্ত ভুমি।
অসীম আকাশ ডাকে তোমায়,
শিশিরে পিয়াস মেটায় না মানুষ,
তুমিও নির্ভুল।
ভরে নিও প্রান দীঘীর জলে।
শক্তিরা ছড়াক অারও শক্তিশেল।
মৃত্যুর সুখ উড়ে এসে বসে পাশে , প্রস্থান ভালবেসে ডাকে কাছে। প্রতিদিন।
আমার কোষের চারিপাশ ঘিরে ধরে,
আর একটু থাকো প্রানে।
নিশিদিন বিলাপ ফিরে আসে ।
বলে সীমা হীন প্রান চাই ,ব্যাথা হীন বুক চাই ,চাই ধোয়াহীন আলো।
এ পথে কখনো এসোনা তুমি নগ্ন পায়ে ভালোবেসে দুর্বা শিশির ।
অসীম আকাশ ডাকে তোমায়,
শিশিরে পিয়াস মেটায় না মানুষ,
তুমিও নির্ভুল।
ভরে নিও প্রান দীঘীর জলে।
শক্তিরা ছড়াক অারও শক্তিশেল।
মৃত্যুর সুখ উড়ে এসে বসে পাশে , প্রস্থান ভালবেসে ডাকে কাছে। প্রতিদিন।
আমার কোষের চারিপাশ ঘিরে ধরে,
আর একটু থাকো প্রানে।
নিশিদিন বিলাপ ফিরে আসে ।
বলে সীমা হীন প্রান চাই ,ব্যাথা হীন বুক চাই ,চাই ধোয়াহীন আলো।
এ পথে কখনো এসোনা তুমি নগ্ন পায়ে ভালোবেসে দুর্বা শিশির ।
No comments:
Post a Comment