সেই সব তৃনমুল সুখ একদিন বিধুর বৈরাগ্য
দেবে এনে অামাদের অরচিত স্বপ্নের পাড়ে,
লতায় লতায় দেখা হবে
শব্দরা জড়াবে না কথা হয়ে নিকুন্জ শাঁখে।
অামাদের দোটানা পড়ে রবে অনন্তকাল এলোমেলো
নির্জন পাহাড়ী ঝরনার গায়ে।
অাঁচলের কচি জল
পড়েছিল চুঁয়ে একদিন স্বপ্ন হয়ে
ভোরের স্নানে। শুকোবে সে অাটোসাটো গোড়ালীর ধারে।
যেতে যেতে একদিন থেমে যায়
বৈশাখী বোধ, সময় তারে
কেন ফেরাবে হাত ধরে ভালোবেসে।
সবুজ পুড়ে যায় কাঠফাঁটা রোদে।
বিষন্ন জানালায় ক্লান্ত দুপুর শালিক,কখনো দোয়েলের মত
একাকী দাড়িয়ে রবে।
No comments:
Post a Comment