তার পর একদিন
হেমন্তের পাতা ঝরা নরম রোদে
চোখের তারায় শুকোবে সোনালী স্বপ্নরা।
তোমার ফেলে যাওয়া লাল পাড় অাঁচলে
লেগে রবে বিকেলের খোপায় অসমাপ্ত প্রেম।
হেমন্তের পাতা ঝরা নরম রোদে
চোখের তারায় শুকোবে সোনালী স্বপ্নরা।
তোমার ফেলে যাওয়া লাল পাড় অাঁচলে
লেগে রবে বিকেলের খোপায় অসমাপ্ত প্রেম।
সমুদ্র এক বার এসে দেখে যাবে গর্জন হীন
সাথে নিয়ে অাজন্ম তোমাকে চেয়ে
ফেলে অাসা দ্বৈত দুপুর
উষ্ণ কারুকাাজে মুখর রাত্রি তোমার
এক খানা বহুমুখী মৃন্ময় মুখ।
সাথে নিয়ে অাজন্ম তোমাকে চেয়ে
ফেলে অাসা দ্বৈত দুপুর
উষ্ণ কারুকাাজে মুখর রাত্রি তোমার
এক খানা বহুমুখী মৃন্ময় মুখ।
যে জীবন পড়ে ছিল কুয়াশার মত
নিশ্ছিদ্র পাহারায় এত দিন।এতকাল।
দীর্ঘ রাত্রি যে কিশোর ছিল যৌবনের প্রতীক্ষায়
বুকে নিয়ে অধরা সুখ। তুমি তার
রক্তের ধার একাকী না ফোঁটা বকুল
সাথে নিয়ে গেছো ফেলে যাওয়া সমস্থ সুখ।
নিশ্ছিদ্র পাহারায় এত দিন।এতকাল।
দীর্ঘ রাত্রি যে কিশোর ছিল যৌবনের প্রতীক্ষায়
বুকে নিয়ে অধরা সুখ। তুমি তার
রক্তের ধার একাকী না ফোঁটা বকুল
সাথে নিয়ে গেছো ফেলে যাওয়া সমস্থ সুখ।
একবার যে বুকে জেগেছিলো নোনা চর,
জেগেছিল শষ্যের সবুজ মখমলে সাধ,
অবাধ প্রেমের মত শরীর বিছানো ক্লান্তিহীন
বাঁধ ভেঙে দিলো রামধনু ঢেউ,
বালু হয়ে মিশে গেলো স্রোত ঘোলা জলে
সাথে নিয়ে অক্ষম ঝিনুকের বুক,
না ফেরা ধবল মেঘের সারি সারি ঝাঁক,
নিয়ে নীল ক্ষত অপারগ শিশিরের দাগ।
জেগেছিল শষ্যের সবুজ মখমলে সাধ,
অবাধ প্রেমের মত শরীর বিছানো ক্লান্তিহীন
বাঁধ ভেঙে দিলো রামধনু ঢেউ,
বালু হয়ে মিশে গেলো স্রোত ঘোলা জলে
সাথে নিয়ে অক্ষম ঝিনুকের বুক,
না ফেরা ধবল মেঘের সারি সারি ঝাঁক,
নিয়ে নীল ক্ষত অপারগ শিশিরের দাগ।
No comments:
Post a Comment