এই বসন এই মাটি এই একলা নিঝুম রাত ,
এই সব একাকী নির্জন পরশ
তুলতুলে মোমের মত শরীরে লেগে থাকা জল।
ঘাম হীন শরীরে হঠাৎ জেগে ওঠা সাধ।
যেখানে ঢেউ ওঠে ,বাঁশের মাথার মত ঝুকে অাসে। বুকে রংধনু অাঁকা অাকাশের মত ঢেউয়ে।
শিরায় শিরায়।
অথবা সেই সব মাঠ যেখানে একদা রোূদ্দুর দিয়ে যেত হানা বারোমাস
তোমার দৃস্টির মত দিয়ে যেত ছায়া,
মমতা হয়ে নামত বিকেল।
সমুদ্রের মত ।শ্মশানের মত। ফেলে দিয়ে কলরব।
সব ভুলে একদিন ওরা চলে গেলো ,
সব ইচ্ছে ফেলে বহুদুর অবহেলে।
সব হিসেবের খাতা বুকে নিয়ে যে পথ দাড়িয়ে থাকে সন্ধে বেলা,
ভেজা বকুলের মত নত স্বরে কাঁদে।
ডাকে মন কাড়া সুরে।
ঝি ঝি পোকার মত এক সুরে ,
গ্রামের ঝোপে মরা খাল অার পুকুরের পাশে।
সে পথ ও তুমি দিয়েছিলে ভালোবেসে শালুকের কালো খোসা ফেলে।
হাঁসের পালকের মত কথা রেখেছিলে শীতে।
দিয়েছিলে সুখ কতবার সময়ের ত্বকে।
No comments:
Post a Comment