অতৃপ্ত পথিক
অনন্তকাল মানুষ খেলা করে কিছু শব্দের সাথে। কিছু বোধের সাথে।বোধের পদ্মরা ওঠেনামে জীবনভোর।কিছু কিছু মুহুর্ত শুরু হয় অনাবিল ভালো লাগা দিয়ে।একদিন সে ফিকে হয় অথবা অধিকতর ভালো লাগার জন্ম দেয়। মানুষ তার অজন্ম বোধের কাছে বার বার ফিরতে চায়। ফিরতে চায় শুরুর শুন্যতে,পুর্ন হবার নতুন মাত্রায়। পিছনে ফিরতে চাওয়া মানুষের এক বড় দুর্বলতা।পরিবর্তন মানতে পারার মধ্যে হয়ত এক বাস্তবতা বোধ অাছে। সচরাচর মানুষ তাকে অত্মস্ত করতে পারে না। তবু জীবন ক্রমশ নতুন পথে এগোতেই থাকে। নতুন সময় পুরোনো সময় কে বেশী করে বুঝতে সাহায্য করে।সুখ সময়ের মত অাগামী কে নিজের মত করে সাজিয়ে নিতে ভালো বাসে। মানুষ স্বপ্নময় পথের এক অতৃপ্ত পথিক।
Labels:
অতৃপ্ত পথিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment