
মধ্য গগনে তোমার তোলপাড়ে বিষন্ন ভাংচুর।
একটু জল চেয়ে আংগুলের অভিলাষ।
মোহনা আমি ভালো নেই।
দক্ষিনা চলে গেছে দুরে,
ছুঁয়ে গেছে মোরে বাতাসে আঁচল,
সেতার জাগে একক পায়ে কত পথ রদ্দুর,
শিউলি আমি সকালের কচি রোদ,
অনিন্দ্য জোৎস্নায় ভাসি কোলাহল।
তবু সীমানায় আমি নির্ঘুম কাঁটা তার,
জাণ্হবীর এক আজলা সুখে আমি কোমল পাবন।
এক বুক চুমুকের সুখ ,
আমি ভোর হয়ে রই তোমার শিশির ঘুমে,
শিয়রে সুকোমল।
তুমি যাও নিয়তি দুরে,বহুদুর,
পরানে বাধিব পরানের সুখ।
No comments:
Post a Comment