তুমি তোমাতেই থেকো

তুমি তোমাতেই থেকো,
দুরে যাবো আমি।
ভোরের শিশিরে ভিজে ওঠা পথ তোমার জন্য রেখে যাবো,
মটরশুটির নরম ডগায় পরে নিও মল,
জড়ানো পায়ের অভিসার
রেখে যাবো ঘরের সাজানো কোনায়,
দুটি পাতার কাছে আসা,এলোমেলো বাতাসে যতটুকু ফাঁক
নিয়ে যাবো আমি, বৃষ্টির জল ছুয়ে দেবে হাত,
আংগুলের ফাঁক দিয়ে ঝরে যাবো আমি।
এক বিকেলে জারুলের নীল মুছে দিও,
অপরাজিতার নীল মুছে নিও,
মহুয়ার মোহে টেনে নিও সুখ
বুক ভরে মেখে নিও ছাতিমের ঘ্রান।
রক্তের দাগে রেখে যাবো
পলাশের লাল, ঝরে ঝরে দেবে উপহার।
পদ্ম দিঘীর জল ভালোবেসে
রেখে দেবে তোমার ঝরা চুল,
সাথে নিয়ে ভেসে রবে বরই নাক ফুল,
রেনুর মত আমিও নিজেরে নেব তুলে,ফুল হতে
বাতাসের সাথে যাবো ভেসে,
ঠিকানাবিহীন ,ফিরবনা আর রকমারী পরাগের দেশে।
কাঁশ ফুল রেখে যাবো গুছিয়ে সাদায়,
স্পর্শরা স্মৃতি হবে শুকনো ডগায়
মুছে দিও সবুজ ভালবেসে,
জোৎস্নার সাথে লুকোচুরি শেষে,
ফিরে যেও থরে থরে আড়ালের ঝোঁপে।
ঝরনার কোলাহল রেখে যাবো তুলে,
নঁকশী ঘড়ার হ্রিদয় শুন্য হলে,
ভিজিও চন্দন সুখে মুখ ,
ভিজে যেও তেমন ইচ্ছে হলে
আমার নির্জন জলরং ফেলে।
রাত্রি দিনের ব্যবধান ভুলে
তুলে দিও কাঁধে,
মগ ডালে বেঁধে দিও পাখির জীবন।
হেঁটে চলা রোদেপোড়া ছলোছল জলে,
লিখে দিও আমি নেই ।
ভুলে গেছ ভুল করে মনে পড়া একটি প্রহর,
পথ চেয়ে ছিল দিবা যামী,
তুমি তোমাতেই থেকো,দুরে যাবো আমি।

No comments: