বাদল শেষে

বাদল শেষে আজ যখন খুব দরকার তোমাকে,
তোমার
 পায়ের চিণ্হ মাটির কাছাকাছি খুব প্রয়োজন যখন
তখন
 তুমি আমার পাশে এসে দাড়ালে। 
আমার
 সীমান্ত জুড়ে শুধু তুমি,আমি আবার  তোমাতে হারালাম।
এবং
 আমার অন্ধকার,আমিত্ব  অহংকার।

আমি
 তোমার পায়ের দিকে তাকিয়ে থাকি,
আমার
 দুচোখ ভুলে যায় পরবর্তী পলক।
প্রতিটি
 পলক নিয়ে নেয় সীমাহীন সময়,
আলপনা
 কি এত উজ্জ্বল হয় কখনও ?
বুঝি,
 আলোময় সে আলোরই আলপনা।
ভুল
 আমারই 

তোমার
 জন্য বড় এলমেলো ছিল আমার কৈশোর,
ঘুম
 মুছতে মুছতে অনেক সকাল ভেবেছি তোমাকে,
বাম
 হাতে নিশ্চয় আজ দেখব কাঁচা অলংকারের কারুকাজ,
টিফিন
 কে টেনে আজ লম্বা করবই, কে যেন জানতে চেয়েছিল কিভাবে?
কেন
 ? টিফিনের পর দিদিমনির ক্লাসে না থেকে-উত্তর আমার,

আজ
 আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকব 
তোমার
 দিব্য দৃষ্টি প্রস্ফুটিত না হওয়া অবধি।
যতক্ষন
 না তুমি দেখ আমাকে,আমি দাড়িয়ে থাকব একা,
বন্ধুরা
 চলে যাক,টিফিন শেষে শুরু হোক গুরুত্ত্বপুর্ণ কোন ক্লাশ,
তবু
 তুমি আমাকেই প্রথম দেখবে ।পৃথিবীতে।
আজ
 তোমার চোখে দৃষ্টি দেবে রংতুলি। আর নাম না জানা শিল্পী।

ধীরে
 ধীরে দেখি মাটি কিভাবে মা হয়ে উঠে,মা কি ভাবে ফিরে যায় মাটিতে 
যাওয়া
 আসার পথে আমার পড়ে থাকা,
এলোমেলো
 কৈশোর যত সব বিষন্ন বোধের মত 

তবু
 তার সুগন্ধে আজও আমি ভুলে থাকি দুঃসময়।
কেননা
 দ্রুত পালাবার পথে খোয়া গেছে অনেক কষ্টে জেতা আমার বিয়াল্লিশ টি মার্বেল,
আর
 আমার একান্ত শৈশব।
শুধু
 এলোমেলো যৌবনের দায় কেবলি আমার।




No comments: