বড় অবেলায় আলগা হোল হাত, তোমার হাতের মুঠো,
সুনসান এক হৃদয় হীন মধ্যবয়সীর মত বড় নির্মম ছিল সে পথের উঠা নামা।
তবু সহস্রপথ পার হয়ে জেনেছি তুমি আমারই ছিলে। কেবলি আমার। একদা যে কৈশোর লুকিয়ে ছিল আড়ালে,আচঁলে,
যৌবনের ভয়ে। তার ছায়া আজ বহুদুর।
এখন রোদেলা দুপুরে একা হাঁটতে ভয় পাওনা তুমি কোন নিস্তব্ধ নির্জন পথে,
নিজের নুপুর তুমি বাঁধতে পার এখন নিজের হাতে, ডাকতে হয়না মা কে।
শব্দ হীন হাঁটতে শিখেছ তুমি, যুবতী নুপুর পায়ে।এখন তুমি কেবলি নিজের।
তবু কাল রাতে যখন বৃষ্টি ছিল, সহসা অঝোরে,
আমি দেখেছি তোমারে ,নতুনের বেশে। চারিধারে আলো আর আধারে ।
তখন ঝরেছে অবিকল কোন এক সময়ের ঘড়ি,সময় তারে দিয়েছে শেখায়ে অসময় বলে কিছু নেই। শুধু সময়ের ব্যবধান।
রাতে বৃষ্টি ছিল ফোঁটায় ফোঁটায়,বড় জমাট আর শক্ত পতন ছিল,
ক্রমাগত আমার স্মৃতির তলপিঠে ।
বালুর কনার মত ভেসেছি আশেপাশে, যেন আলগা হয়েছি অবিরত,
দুঃখ আর সময়ের বন্ধন হতে।
ভেঙ্গেছে সে অজস্র আমারে, একক ও একত্র নির্মানের পুর্ন অভিলাষে,
শব্দ শুনেছি তার। অবিরত বারবার।
অবশেষে কোন এক নির্মল সঘন সময়ের স্রোতে আমারে করেছে সে দান,
শুধু প্রনয়েরে পূর্ন সমর্পন । তোমারই হাতে, বলেছে সে কানে কানে
স্রোতস্বিনি কুল কুল অতটা ছিল না প্রান,
তবু এ যে আত্মার ঘ্রান ,সমানে সমান ,
কখনও কাছের কখনও সে ছিল ম্নান,
আলোতে জ্বলে আজি, হয়নি সে খান খান।
সুনসান এক হৃদয় হীন মধ্যবয়সীর মত বড় নির্মম ছিল সে পথের উঠা নামা।
তবু সহস্রপথ পার হয়ে জেনেছি তুমি আমারই ছিলে। কেবলি আমার। একদা যে কৈশোর লুকিয়ে ছিল আড়ালে,আচঁলে,
যৌবনের ভয়ে। তার ছায়া আজ বহুদুর।
এখন রোদেলা দুপুরে একা হাঁটতে ভয় পাওনা তুমি কোন নিস্তব্ধ নির্জন পথে,
নিজের নুপুর তুমি বাঁধতে পার এখন নিজের হাতে, ডাকতে হয়না মা কে।
শব্দ হীন হাঁটতে শিখেছ তুমি, যুবতী নুপুর পায়ে।এখন তুমি কেবলি নিজের।
তবু কাল রাতে যখন বৃষ্টি ছিল, সহসা অঝোরে,
আমি দেখেছি তোমারে ,নতুনের বেশে। চারিধারে আলো আর আধারে ।
তখন ঝরেছে অবিকল কোন এক সময়ের ঘড়ি,সময় তারে দিয়েছে শেখায়ে অসময় বলে কিছু নেই। শুধু সময়ের ব্যবধান।
রাতে বৃষ্টি ছিল ফোঁটায় ফোঁটায়,বড় জমাট আর শক্ত পতন ছিল,
ক্রমাগত আমার স্মৃতির তলপিঠে ।
বালুর কনার মত ভেসেছি আশেপাশে, যেন আলগা হয়েছি অবিরত,
দুঃখ আর সময়ের বন্ধন হতে।
ভেঙ্গেছে সে অজস্র আমারে, একক ও একত্র নির্মানের পুর্ন অভিলাষে,
শব্দ শুনেছি তার। অবিরত বারবার।
অবশেষে কোন এক নির্মল সঘন সময়ের স্রোতে আমারে করেছে সে দান,
শুধু প্রনয়েরে পূর্ন সমর্পন । তোমারই হাতে, বলেছে সে কানে কানে
স্রোতস্বিনি কুল কুল অতটা ছিল না প্রান,
তবু এ যে আত্মার ঘ্রান ,সমানে সমান ,
কখনও কাছের কখনও সে ছিল ম্নান,
আলোতে জ্বলে আজি, হয়নি সে খান খান।
No comments:
Post a Comment