আমার সীমানা

অনন্য সে পথ। 
অভিলাষী অভিমানে বিচুর্ন প্রতিক্ষনে,
তোমাতে আমাতে নিরন্তর।
 শিয়রে সীমান্ত, তবু ভাবনায় বুঝি সে অসীম ও অবান্তর।
কচি ঘাস ভাল বেসে মানুষ কি পায় ? অকৃত্রিম কুমারী শিশির ছাড়া?
তবু চির ঋণী সে পাত্তয়া।
না জমানো আবহাওয়া সীমাহীন ভালবাসায়।

আলো আধারে দাড়ায়ে একাকী
চেয়েছি তোমায়,কি বিপুল সে অভিসার,
অভিমান না পাওয়ায়,
নতজানু চোখে দেখি ঝরা ফুল আঙ্গিনায়
সহসা সে কয়ে যায় মোরে
আমার সীমানা আমি পারিনি হতে পার।

আমার যা কিছু, ছিল আমার,
মিলন মেলায় শুন্য সে আয়োজন,
কেবলই পাতার কম্পন সে দোয়েলের অন্তর্ধানে,

এপারে ওপারে অসীম অজানায়
সময়ের ফ্রেমে কেবল ই নতুন ছবি,
তবু তুমি আমি চিরন্তন।
 
যেখানে দাড়াই,উৎসে না পাই,
তোমারই সহস্র স্রোতে হোক
 
নিয়ত আলিঙ্গন।

 

No comments: