ক্লান্ত হয়নি ভালবেসে


সহস্র স্পর্শের ধ্বনি
লেগে থাকে অামার ঘুমে
জেগে দেখি সময়ের ভুল কাটা
মধ্য দেয়ালে ঝুলে...
ক্ষন গননার কোন সে স্বর
ভুল কারিগর
সময়ের সুর বেধেছে ভুলে
শুধু তুমি অামি বুঝি
ক্লান্ত হয়নি ভালবেসে।

No comments: