তুমি ভরা কোন শষ্যের মাঠ বেছে নিও

কাল অামি রাতভোর ভেবেছি অামার সকাল গুলো,
অামার অভিমানি কষ্ট অার কল্পনা গুলো ছেড়ে
তোমার সাথে জীবন কাটাতে পারব না।
তুমি কোন এক সাজানো বাগান বেছে নিও,
যেখানে একটি ফুলের জন্য দোয়েল রেখে যায় তার কুমারী শিষ প্রতিদিন।
প্রেম অার প্রিয় পদ্যের মত।
তুমি সমান্তরাল কোন জীবন বেছে নিও।
গ্রামের নকশীকাথা বিকেল বেছে নিও।
ঝিলের জলে হংসের ফেলে যাওয়া পাখনা ছেড়ে
অামার এক চুল নড়া হবে না।
ডিমের খাচায় অাস্টে ঘ্রান ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না।
তুমি সবুজ কোন মাঠের উপর কোমল কোন ছায়া বেছে নিও।
তুমি ভরা কোন শষ্যের মাঠ বেছে নিও।

No comments: