জীবন মুছে যায়

যে জীবন মুছে যায় স্রোতে,
তার টানে একদিন ভাসাবো গা,
ভেজাবো দু হাত বেদনার ছলে। 
কাল থেকে সুর্য্য না উঠুক চন্দ্র জেগে থাক
রাত পেলে দিনের জন্য কিসের অজুহাত।
বাতাসে উড়ুক বৈরাগ্য
দিনশেষে তুমিও লিখে দিও
ভোগের অজুহাতে অামি অনিরুদ্ধ।

No comments: