শ্রাবনের স্রোতে
কাঁদা অার জলের মত
ছোট ছোট ঢেউ,
ভালবাসি বলেছিলো কেউ
পাখির শরীর হতে
খসে পড়া পালকের
মত নরম,
উজান টানে
বয়ে যাওয়া ভুল
তোমার পায়ের বাঁধ এ
জমা ছিল সহস্র বছর।
তুমি স্রোতের মুখে
ছেড়ে দিলে পলি
জমাট জল
অার ইচ্ছে অতল।
তার পর অামি
বয়ে চলি
একা অনন্তকাল
কখনো নদী
কখনো সমুদ্র
কখনো চোখের জল।
No comments:
Post a Comment