কিছু শুকনো পাতাও ঝরে নিয়ে সজীব প্রান
যেখানে শুরু সেখানে অনিন্দ্য শেষের সমাহার
কাল বেলায় ডাক দেবার অাগে যে
কোকিল থামে নিঃশব্দ ডালে
পাতায় পাতায় থাকে তার একাকী রনন
তখনো বাজে সুরেলা রাগ কিছুক্ষন।
না ডাকলেই না চাওয়া নয়
শব্দহীনতায় থাকে ব্যাকুল বোধ,
মিলনের মুহুর্মুহু অভিপ্রায়,
ভুল পথ ও হয়ে ওঠে চিরকালের,
খন্ডিত সুখ চির বাসনার।
মন থেকে পিছলে পড়া জীবনের বাঁক,
ঝাঁক বেধে চলে যায় দুরে
ভেংগে ভেংগে খুঁজে নেয়া
চেনা মুখ অচেনা রোদে,
খুঁজে ফিরি কোথায় সে জ্যোতির্ময়ী ভোর,
তখনো প্রতীক্ষায় অভিমানি চোখ
তোমাতে খন্ড হীন।
দুচোখ কতটা দেখে সত্যি অালো
মন কতটাই বোঝে সুদক্ষ সুখ।
বার বার ফেরে মানুষ
শুধু কি নির্জন রাত নগ্ন লতার টান ?
একাকী নির্জনে স্নেহহীন প্রগাড় কাঁদাজল,
অথবা নিঃসংঙ্গ নরমে কেঁপে ওঠা,
কেন নয় ভালোবাসা,কেন নয় প্রেমে?
No comments:
Post a Comment