তোমার চোখের কোনে সেদিন জল থাকবে,
ফিরে আসব আমি না পাওয়া তুমি সাথে নিয়ে।
তখন সন্ধ্যা নামবে, কবিতারা ফিরে যাবে বইয়ের পাতায়,
আমি ঘর হীন নিরাভরন পৃথিবীর ,
সদ্য কোন পথে নতুন পথিক হবো,
আমাদের দেখা না হবার দুরত্ব বাড়তে থাকবে।
সকাল দুপুর বিকেল রাত সব তখন একা তোমার হবে।
সুখের এক একটি শব্দ সুতোর মত লম্বা হয়ে দুজনের কানে এক সাথে
অলংকার হয়ে উঠবে না।
আমাদের পায়ের ছাপ গুলো পেন্সিলের কালি হবে,
ঘষা মাজা অস্পষ্ট কোন শীতের বিকেল হয়ে যাবে, অথবা কুয়াশায় আলো হীন।
না আমি ফিরে তাকাবো না ভুল করে
পিছনে তোমার তাকানো চোখে চোখ রেখে
আমার পায়েরা ফিরবে ছাপার চিহ্ন সমুখে ঝাপসা পথে।
তখনও তুমি শুধু চলে যাওয়াই দেখবে আমার,
শহর ছেড়ে আমার একাকী ফিরে আসা পথে।

No comments: