আমার সব ভিতর বাহির নিয়ে
এক ফালি রোদ
খেলা করে বিকেলে নির্জন,
একাকী খুলে যায় জানালা
চেনা জানা কপাট হীন খেলাঘর আমি,
শাকের ডগায় নিবিড় আংগুল
খুঁজে ফেরে ইচ্ছে ফড়িং
তৃনমুল ভালোবাসার একাকী বুনন
একা একা কথা বলে
জেগে থাকে রাত ভোর
পায়ের আংগুল তবু চেপে রাখে
একাকী তাকায়
কাটাকুটি শেষে কাছে আসে কুচিকুচি রাগ
ঘরকুনো মাছি খসে পড়া আঁচলে
খোঁজে পুরোনো সে দাগ।
No comments:
Post a Comment