তৃষ্ণা হীন

হয়ত অভিমান থাকবেনা,
একদিন অভিমান ক্রোধের জন্ম দেবে না আর
আমি নীরবে শিউলি গাছের তলে একা দাঁড়াবো,
লাল সাদা একটি শিউলির জন্য আমি তাকাবো শুন্যতায়।
পানশালার পাশ দিয়ে একদা আমি হেঁটে যাবো,
একটি জল ভরা কলের খোঁজে,
হয়ত দেখব জল নেই, ফোঁটায় ফোঁটায় পুর্ন হবেনা আজলা ,
আমি তৃষ্ণা নিয়ে ফিরব এমন নয়,
জলের হাতে তৃষ্ণা রেখে বলব, যাও
আমি তৃষ্ণা হীন ।
আমি জল চাইনা ,আমি শিউলি চাইনা।

No comments: