প্রেম ও প্রেরনা

প্রেম অার প্রেরনার মাঝে
কতটা দুরত্ব হতে পারে
অথবা কতটা নৈকট্য?
মানুষ বুঝতে বুঝতে
শেষ করে তাদের যুগল জীবন।
কিছু জীবন থাকে প্রেম হীন।
কিছু জীবন থাকে প্রেরনা বিহীন।
জীবন জুড়ে কোনটা বেশী প্রয়োজন?
কোনটার বেশী প্রাধান্য?
প্রেম না প্রেরনা?
প্রিয়তি তোমার কি অাজও মনে পড়ে
এমন একটি বিতর্ক ঘিরে
অামাদের পথের শুরু।
সেই প্রথম স্টেশান
যেখানে অামরা এসে দাড়িয়েছিলাম,
একটি ট্রেনের জন্য।
একটি গন্তব্যের জন্য।
একই পথে পাশাপাশি,
অনেকটা পথ দুজনে হাটবো বলে।
জানি অামরা পারিনি।
একদিন এই অামরা শব্দটা অাচমকা ভেঙে গেলো।
অামরা থেকে অামি ও তুমির জন্ম হোলো।
জন্ম নিলো নিজস্ব তুমি।
জন্ম হোলো নিজস্ব অামি।
অামরা অামাদের গন্তব্যে
পৌছতে পারিনি।
তার অাগেই অামাদের পথ চলার
ইচ্ছেটা হারিয়ে গেলো।
ইচ্ছে হারানোর বিকেল মনে পড়ে।
সারি সারি দুপাশ জুড়ে
অমল বুকে
বাধলো বাসা
লাল কস্ট নীল কস্ট
বছর বছর নীরব সুখে।
তবু এত দিন পর তোমাকে দেখে অামার বেশ মনে পড়ে
অামরা সেদিন দুজনেই
অালাদা করে
একি প্রশ্নের উত্তর খুজেছিলাম।
শুধু একটি প্রশ্নের উত্তরের জন্য
দুজনেই ছুটেছি দিকবিদিক।
সেই ইচ্ছে হারানোর গল্পে
তোমার কাছে একটি রং
অামার কাছে তার ভিন্নতা।
লাল কে লাল নীল কে নীল বলতে পারিনি অামরা।
অামরা কেন ইচ্ছে হারালাম?
কেন স্বপ্ন কে মুক্তি দিলাম।
খুঁজতে খুঁজতে একটি প্রশ্নে থেমে গেল সেই অামরা।
ক্রমাগত এই হারানোর খেলায়
অামরা অাসলে কোনটি অাগে হারিয়েছিলাম?
প্রেম না প্রেরনা?

No comments: