কৃষ্ণচুড়ার ঝরে পড়া পাতা গুলো
রাতভোর অপেক্ষায় থাকে,
উড়ে উড়ে জড়ো হয়,
দুরে যায়। ধুলোর সাথে।
হলুদ হয়ে সবুজ থেকে একদিন ওদের ঝরে পড়া ।
আমি ওদের পাসে এসে দাড়াই,
বসি কিছুক্ষন । তার পর ছুঁয়ে ছুঁয়ে
গল্প লিখি,ভালবাসা।
ওরা আমার আংগুলের ফাঁক দিয়ে
বাতাসে উড়ে পালায়,
খিল খিল করে হাসে।
দুরে যেয়ে তাকিয়ে থাকে।
মাটিতে বসে কেন আমি আকাশ লিখি?
ওরা জানতে চায় কখনো কখনো।
কেন আমি ভালবাসি আকাশের সাদা,আকাশের নীল।
ওদের বুঝিয়ে আমি আবার নিয়ে আসি,বলি
আজ যে সবুজ কাল সে হলুদ।
এখন যে সন্ধ্যা একটু পর সে রাত,
আজ যে বিকেল তোমার আমার কাল সে নয়।
কাল যে সময় আমি লিখেছি পদ্যে ভালবাসার স্বর,
আজ সে নীরব নিরন্তর।
কাল যে মেঘ দাড়িয়ে ছুঁয়ে ছিলো নীল,
আজ সে ভেসে গেছে আকাশ ময়,আজ সে নীলের ক্ষয়।
কাল যে বয়ে যাওয়া বাতাসে
তুমি তুমি গন্ধ ছিলো,
সে আজ তুমি থেকে সে,
ভালবাসার বুকে ওঠা নামা
আর পায়ে পায়ে উঠে আসা আদরের ধুলো,
পিছু নেয় আমার, পিছু ডাকে।
বলে একটু বসো,আর একটু দাড়াও।
আমাকে চোখে চোখে রাখে
স্তুপের মত অখন্ড নীরাবতা।
আমি নীরবে প্রতীক্ষা করি,
আর একটি সবুজ পাতার
হলদে হয়ে খসে পড়ার,
দেখা হবে বলে।
দেখা হবে ভোরে,
সারা রাত জেগে থাকা
কৃষ্ণচুড়ার ছোট ছোট পাতার সাথে,
যে ভাল বাসে আমার বিকেল,
ফিরে গেছে কৃষ্ণচুড়া দিন
বিকেলের কাছে আসা প্রতিদিন।
রাতভোর অপেক্ষায় থাকে,
উড়ে উড়ে জড়ো হয়,
দুরে যায়। ধুলোর সাথে।
হলুদ হয়ে সবুজ থেকে একদিন ওদের ঝরে পড়া ।
আমি ওদের পাসে এসে দাড়াই,
বসি কিছুক্ষন । তার পর ছুঁয়ে ছুঁয়ে
গল্প লিখি,ভালবাসা।
ওরা আমার আংগুলের ফাঁক দিয়ে
বাতাসে উড়ে পালায়,
খিল খিল করে হাসে।
দুরে যেয়ে তাকিয়ে থাকে।
মাটিতে বসে কেন আমি আকাশ লিখি?
ওরা জানতে চায় কখনো কখনো।
কেন আমি ভালবাসি আকাশের সাদা,আকাশের নীল।
ওদের বুঝিয়ে আমি আবার নিয়ে আসি,বলি
আজ যে সবুজ কাল সে হলুদ।
এখন যে সন্ধ্যা একটু পর সে রাত,
আজ যে বিকেল তোমার আমার কাল সে নয়।
কাল যে সময় আমি লিখেছি পদ্যে ভালবাসার স্বর,
আজ সে নীরব নিরন্তর।
কাল যে মেঘ দাড়িয়ে ছুঁয়ে ছিলো নীল,
আজ সে ভেসে গেছে আকাশ ময়,আজ সে নীলের ক্ষয়।
কাল যে বয়ে যাওয়া বাতাসে
তুমি তুমি গন্ধ ছিলো,
সে আজ তুমি থেকে সে,
ভালবাসার বুকে ওঠা নামা
আর পায়ে পায়ে উঠে আসা আদরের ধুলো,
পিছু নেয় আমার, পিছু ডাকে।
বলে একটু বসো,আর একটু দাড়াও।
আমাকে চোখে চোখে রাখে
স্তুপের মত অখন্ড নীরাবতা।
আমি নীরবে প্রতীক্ষা করি,
আর একটি সবুজ পাতার
হলদে হয়ে খসে পড়ার,
দেখা হবে বলে।
দেখা হবে ভোরে,
সারা রাত জেগে থাকা
কৃষ্ণচুড়ার ছোট ছোট পাতার সাথে,
যে ভাল বাসে আমার বিকেল,
ফিরে গেছে কৃষ্ণচুড়া দিন
বিকেলের কাছে আসা প্রতিদিন।
No comments:
Post a Comment