কোথাও আজ বৃষ্টি হোলো বুঝি,
মাটির পোড়া গন্ধ নিয়ে,
এক পশলা বাতাস আমার
জানালার পাশে থমকে দাড়ায়।
আমার ক্লান্ত শরীর খোঁজে,
আমার মুহুর্ত খোঁজে,
উজানের বুক চিরে চিরে মহাকাল।
মাছেরা যেমন স্রোতের স্বাদ খোঁজে,
খেলা ছলে চিরকাল।
মাটির পোড়া গন্ধ নিয়ে,
এক পশলা বাতাস আমার
জানালার পাশে থমকে দাড়ায়।
আমার ক্লান্ত শরীর খোঁজে,
আমার মুহুর্ত খোঁজে,
উজানের বুক চিরে চিরে মহাকাল।
মাছেরা যেমন স্রোতের স্বাদ খোঁজে,
খেলা ছলে চিরকাল।
ভেজা বাতাস তবু কাছে ডাকে।
শরীর ছুয়ে
শির শির গান গায়।
ভাংগা পংতি জুড়ে বলে
এইতো সুর।
করুনার সুতো বিছিয়ে বলে
এই যে বিন্যস্ত স্বরলিপি।
শরীর ছুয়ে
শির শির গান গায়।
ভাংগা পংতি জুড়ে বলে
এইতো সুর।
করুনার সুতো বিছিয়ে বলে
এই যে বিন্যস্ত স্বরলিপি।
আমি জোৎস্না জলে আকাশ দেখি,
সুরভি খুঁজি পদ্মস্নানে,
ভেসে যাওয়া মেঘের বুকে দেখি অপরুপ আলোর অভিসার,
বৃস্টি রাগে পুর্ণ মেঘ যখন সে ক্ষুরধার।
সুরভি খুঁজি পদ্মস্নানে,
ভেসে যাওয়া মেঘের বুকে দেখি অপরুপ আলোর অভিসার,
বৃস্টি রাগে পুর্ণ মেঘ যখন সে ক্ষুরধার।
ভেজা বাতাসের সাথে,
ভেসে আসা বৃষ্টির আস্বাদ,
খুঁজিনি আমি।
খুঁজিনি আধো আধো জীবন,
নুড়ির মত ভাংগা ভাংগা পাহাড়,অসমাপ্ত প্রার্থনা।
পাতা কুড়োনো বিকেল,
বৃস্টি হয়ে ঝরে পড়া নতজানু মেঘ,
আর মুহুর্ত আবেগ।
ভেসে আসা বৃষ্টির আস্বাদ,
খুঁজিনি আমি।
খুঁজিনি আধো আধো জীবন,
নুড়ির মত ভাংগা ভাংগা পাহাড়,অসমাপ্ত প্রার্থনা।
পাতা কুড়োনো বিকেল,
বৃস্টি হয়ে ঝরে পড়া নতজানু মেঘ,
আর মুহুর্ত আবেগ।
আমার চারিপাশ জুড়ে স্বপ্ন।
খেলা করে চঞ্চল,
আমি অখন্ড পরশের বিহবল অভিলাষ,
আমি তৃপ্তিরাঙা বিলাসী কম্পন,
আমি মাঠের পর মাঠ জুড়ে
সবুজ ডগায়, সাদা সাদা কাশ।
খেলা করে চঞ্চল,
আমি অখন্ড পরশের বিহবল অভিলাষ,
আমি তৃপ্তিরাঙা বিলাসী কম্পন,
আমি মাঠের পর মাঠ জুড়ে
সবুজ ডগায়, সাদা সাদা কাশ।
No comments:
Post a Comment