রিদ্ধ রজনীরা ফিরে এলে
নুপুরের সাথে কথা হবে সুরে,
গহীন আঁধার পাশে রেখে
আমরা প্রভাতের ফেরী তে
তুমুল তোলপাড় নদী হবো।
জলপাই বনে
খুঁজব শুক্লপক্ষ রাত,
ঘন কুয়াশার কাছে জমা রেখে
সমস্ত আবরণ।
সমুদ্রের নোনা বাতাস
আসলে আসুক ধীরে,
ঢেউ ছেড়ে তোমার গ্রীবায়।
আমরা বুনো শেয়ালের কাতর
কাহিনী শুনবো আমরন।
পাহাড় এসে পায়ে পায়ে
দেখে যাবে তোমার আনত মুখ,
হাসি লুকোবে ঠোট ছেড়ে
চোখের তারায়,
লজ্জার সাথে সে তোমার প্রথম পরিচয়।
শুন্যতা শেকড় থেকে উঠে
নির্জন পথ খুজুক শরীরের বাঁক।
পাথুরে পাহাড় দেখুক প্রনয়।
#মেঘেরঘ্রাণ
২৬/০৬/২০২০

No comments: