অজস্র রোদের মত ফিরে যায় সে
অনির্বান আলো আধারি
শেষ বিকেলের বেড়ায় তোমার কংকন
হীমশীতল নীরব।ছায়াঘন
ছায়া ঘুম জুড়ে মদির প্লাবনে থৈ থৈ বুক
মধ্যযুগের অবসান
পৌরানিক গৃহ ভাংগার শব্দ ।তার পর আমি।
অনির্বান আলো আধারি
শেষ বিকেলের বেড়ায় তোমার কংকন
হীমশীতল নীরব।ছায়াঘন
ছায়া ঘুম জুড়ে মদির প্লাবনে থৈ থৈ বুক
মধ্যযুগের অবসান
পৌরানিক গৃহ ভাংগার শব্দ ।তার পর আমি।
কখনো অতীত উঠে আসে গ্রীবায়
গোদাবরী জানে রাত জাগা জল
আধিয়ার সাথে ছিল কোলাহল।
কি করে ভালবাসে মানুষ?
কি করে বলে ভালবাসি
এত সুর এত স্বর ফেলে যায় জন্মান্তর
সাগরের পাড়ে নুনেরা খেলে
বকুলের পাশে আধার উঠোনে তোমার মন্বন্তর।
গোদাবরী জানে রাত জাগা জল
আধিয়ার সাথে ছিল কোলাহল।
কি করে ভালবাসে মানুষ?
কি করে বলে ভালবাসি
এত সুর এত স্বর ফেলে যায় জন্মান্তর
সাগরের পাড়ে নুনেরা খেলে
বকুলের পাশে আধার উঠোনে তোমার মন্বন্তর।
আলো আসে ফিরে যাওয়া আধারের মত
ওষ্ঠে রেখে যায় অসমাপ্ত আলিংগন
আর ভুল চিঠি একদা যেখানে
লেখা ছিলো পাহাড়ের নিরবতা
ক্লান্ত আগুনে পুড়ে গেছে
ভেসে গেছে ছুয়ে যাওয়া আংগুলের স্বাদ
নিশীতে সমু্দ্রের মাঝে খুঁজে ফেরা অচিন্ত্য আলো
নিবিড় কালো চুলের ভিতরে
আমিও জাতিস্বর।
অন্ধকারে তোমার মুখের একটি রেখায়
আমি জেগে উঠি ,বিহ্লবল তোমাকে খুঁজি।
আয়ুরেখায় তুমি তখনও দীপ্যমান।
ওষ্ঠে রেখে যায় অসমাপ্ত আলিংগন
আর ভুল চিঠি একদা যেখানে
লেখা ছিলো পাহাড়ের নিরবতা
ক্লান্ত আগুনে পুড়ে গেছে
ভেসে গেছে ছুয়ে যাওয়া আংগুলের স্বাদ
নিশীতে সমু্দ্রের মাঝে খুঁজে ফেরা অচিন্ত্য আলো
নিবিড় কালো চুলের ভিতরে
আমিও জাতিস্বর।
অন্ধকারে তোমার মুখের একটি রেখায়
আমি জেগে উঠি ,বিহ্লবল তোমাকে খুঁজি।
আয়ুরেখায় তুমি তখনও দীপ্যমান।
#মেঘরঘ্রণ
২৪/০১/২০২০
২৪/০১/২০২০
No comments:
Post a Comment