ভুলভাল

নিজেকে তবু দুরে দুরে রাখি।সেই ভাল অনন্ত অনিয়মের পাশাপাশি।
আমরা হেঁটেছি বহুকাল।এদিক সেদিক । তবু কাছাকাছি আসেনি সুবাস ।বসেনি ভ্রমর ফুলে।
পরাগ নেয়নি তুলে,মধুর অজুহাতে।

দিগন্ত খোলা । ছিল জানালা দুরত্বের মাঝে তবু।ছিল বাতাস আলোছায়া আর শুকনো সময়।
অন্ধকার ছিলনা সাজানো তবু।সন্ধ্যার ওপাশে থেকেছ দাড়ায়ে,এলোমেলো তুমি অয়োময়।

শুকনো চুল তার।উড়েছে ভুল বহুবার।ক্লান্ত ফড়িং এসেছে কাছে।হৃদয়ের পাশে।
তবু ধীরে বসিবার ছিলনা ক্ষীন অবসর।শুধু কুমারি মেঘ তার ছুঁয়েছে আবেগ ।
অসম অনন্তঘন সে অভিসার।নিঃসঙ্গ মানসে।

পাশাপাশি শুধু।ছুঁইয়ে হাসা হাসি।আজও নিমেষে বুঝি।জীবন মানেই তুমি আর আমি।
টুকরো ছায়ার তুলি।আর ভুলভাল দিনগুলি।কেবলি হারায়ে খুঁজি।





No comments: