যখন প্রানেরা পড়ে থাকে প্রেম আর মোহে
যখন জগতের সব সুখ ব্যস্ত অভিসারে,
তখন তোমার আমার প্রেম কেদেঁছে নিভৃতে,নদী আর
স্রোতের পাশে।
শুকনো ধুলো উড়েছে ঝড়ে যত,আমার স্মৃতি উড়েছে
তত চারিধার।
বাতাসেরা বয়েছে নীরব, কোথাও ভাঙ্গেনি
পাড়,নিরন্তর সময়ের পারাপার।
আজ স্মরনের সরোবরে শুধু মায়ার আসা যাওয়া।
মাঝরাতে আজও যদি না ফোটে হেনা,
যদি বা নির্ভুল না হয় বাদুরের আচমকা উড়াউড়ি,
গাঁঢ় অন্ধকারে,
তবু তোমার চিবুক নুয়ে থাক আমার না ফোটা
স্বপ্ন আর
ছুঁয়ে থাক এলানো সাধ এর করিডোরে।
কাছাকাছি অনন্ত আকাশ যখন গোচরে আসে আজন্ম
আবদ্ধ ডানার
তৃপ্তি ছিল,উৎসব ছিল তোমাকে তেমনি পাবার।
-নিস্কৃতি
No comments:
Post a Comment