আমি থাকবনা.................

তখন আমি থাকবনা,
এই পৃথিবীর আলো বাতাসের কোথাও কোন করিডোরে,
প্রিয় কচি মুখ, প্রেয়সীর মুখ ,পিতা মাতা পরচিত মানুষের মুখ,
দুর থেকে দেখবনা আমি না দেখা মানুষেরে ভালবেসে,
অচেনা পথ রেখে যাব আমি,
অচেনা দিন রেখে যাব আমি।
সময়ের বেড়ায় হেলান দিয়ে ওরা দিব্যি বড় হবে।
নদীর পাড়ে সন্ধ্যা ঘেষা বিকেল খুব প্রিয় ছিল আমার,
আর সাদা কাপড়ে জোৎস্না ধরা পাহাড়ে,
অনায়াসে ফেলে যাব সেই সব
আমার যা কিছু ভাললাগার।
আমার জমানো সেই সব বিকেল গুলো
তোমার মেঘ হয়ে আমার বুকে লুকিয়ে থাকা সেই সব নীল সাদা বিকেল,
রেখে যাব আমি, পুরোটাই তোমার হাত খরচের।
তোমার মধ্যরাতের কষ্টগুলো আমাকে দিও,
সাথে নিয়ে যাব ,
ব্যাকুল আবেগ ভালবাসা নয়
কাছে পাওয়াই ভালবাসা নয়,
এক কষ্টের মধ্য দুপুর আমাকে শিখিয়েছিল।
আমি মনে রেখেছি ,ভাল থেকেছি ।
পংতি গুলি আমি সাথে নিয়ে যাব
পুনঃ জীবনের অমোঘ যাপনে যদি আবার প্রয়োজন পড়ে,
যদি তুমি আবার না থাক,
না থাক আমার বাহুর ভাঁজে,
ভুল বানানে যদি আবার শুরু হয় ভালবাসা।
তবে কষ্ট গুলো নিয়ে আমি আর ফিরব না কোন দিন।
কষ্ট হারানোর কোন কষ্ট জমিয়ে রেখ না তুমি।

No comments: