আমাদের প্রেম

অনঢ় মোহের
ভেঙ্গে যাওয়া তোলপাড় সুখ আজ
ভবনে কষ্টের এলোমেলো সংসদ
জেগে থাকা শিরায় একাকী রক্ত
অনন্ত চুলায় ফোটে বিষন্ন সময়
তুমি আমি খুঁজি পোড়ো বাড়ী, ভেসে যাওয়া ডাল
ভাঙ্গা রাজপথ অথবা সামান্য পুরোনো গ্রাম।
হেঁটে যাওয়া নির্জন পথ আজ সুবিশাল সোচ্চার
বাতাসে ভাঙ্গে, রৌদ্রে ক্ষয় হয় প্রখর পাথর
পিঠ আজ পিচ ঢালা পথ,
ধৃষ্টতা বাধে বাসা উজাড় হেমন্তের ফসলের মাঠ।
তখনো জেগে থাকে চোখ
ঠোটে আঁকা অনাদ্র ভালবাসা
তুমি আমি তার পরও হয়ে উঠি আমরা।
বিপন্ন ওঁমে বেঁচে আছে আমাদের ঘ্রান আর এক থালা প্রেম।

No comments: