তুমি একা নও

অতৃপ্ত ধুলিতে
তুমি একা নও পথিক,
তোমার পায়ে পায়ে মিশে রবে পথ,
অধিরথ রবে অপেক্ষায় নিয়ে তার রথ,
ভীষ্ম হইয়ো তুমি জীবনের পথে,
পথের শুন্য বুক মুখর হবে
তব প্রখর জয় রথে.......

No comments: