অাকাশের গায়

যেখানে অজস্র মানুষ খেলা করে
কোটি সময়ের সাথে, পরবাসে...
অপূর্ণ সময় তবু বেছে নেয়
অামারে,তুলে নেয় রথে 
অসহনীয় ব্যাকুল বৈভবে,
তবু সহস্র জনম অপেক্ষায় থাকে ইচ্ছেরা
অার সেই সব কুমারি অাবেগ, হায়..
পুর্ন হবার ব্যাপক অাভিলাষে।
অতঃপর কাছে অাসে মেঘ কান্নার জলে ভিজে,
ভেসে ভেসে অাকাশের গায়।

No comments: