মনে পড়ে

অনিরুদ্ধ তোমার মনে পড়ে
আলো আর আঁধার নিয়ে আমাদের সেই সব কথা.
তোমাকে আমি প্রায় বলতাম ,
জানলায় দাঁড়িয়ে সিগারেট হাতে আলোর সাথে
তোমার কিসের এত খেলা ?
যে আলো সোজা ছাড়া বাঁকা চলতে জানে না,
পিছনে ফিরে দেখতে পারে না।
যে আলো জড়াতে জানেনা ,
যে আলো কাঁচ ছাড়া কিছুই ভেদ করতে জানেনা ,
তাকে তোমার কিসের এত প্রয়োজন।
বেশ মনে পড়ে তোমার সে হাসি
বলতে আলোহীন পৃথীবিটার কথা ভাবো।
চোখ দুটো বন্ধ করে দেখো একবার ।
আমি তোমাকে বলতাম অন্ধকার কে দেখো
পাপ পূন্য ,বড় ছোট তার কাছে সকলি সমান
অন্ধকার সাম্যের অন্য নাম।
অন্ধকার আছে বলেই না তোমার আলোর এত বাহার।
অন্ধকারের বুক চিরে তোমার আলো সোজা হয়ে দাঁড়ায়
আঁধারের বুক ক্ষত করেই না আলোর জন্ম।
তুমি বলতে কষ্ট হল সুখের সুত্রপাত
কষ্ট নেই, আলো নেই কেবলি অন্ধকার,সে বড় কালো।
মাতৃ জরায়ু ছিড়ে জন্ম নেয় যে প্রান ,
টান টান তীব্র কষ্টের পরই না বিকশিত প্রানের স্পন্দন।
মানুষ কষ্ট পেতে পেতে তবু কেন বাঁচতে চায় জানো ?
অন্ধকারেও কেন সে থামেনা জানো ?
-কেন ? ,
তার স্বপ্নে থাকে একটি আলো ,ফুটফুটে আলো ,
আলোর প্রতি একটি অতল প্রত্যাশা।
এই আলোর স্বপ্ন একদিন তাকে টেনে নিয়ে যায়,
অন্ধকার থেকে দুরে ,বহুদুরে।
তুমি বহুদুর শব্দটা এত উচ্চস্বরে আর জোর দিয়ে বলতে
আমি কেঁপে উঠতাম। গলা শুকিয়ে আসতো আমার।
তোমার শক্ত চোয়াল আরও শক্ত হয়ে উঠতো।
নাহ, অনিরুদ্ধ আমার শুধু আলোর স্বপ্ন নেই,
আমার আলোর জন্য আলাদা ইচ্ছে নেই।
আমি আলো অন্ধকার আলাদা করতে চাইনা
আমি আলো ভালবাসি,আমি অন্ধকার ভালোবাসি।
হ্যা আলো অন্ধকার সমান ভালোবাসি।
তুমি আলো নিয়ে অন্ধকার থেকে দুরে যেও না।
ঘন হয়ে তুমি বলেছিলে।
ভয় পেওনা শেষ হাসিটা তোমার অন্ধকারই হাসবে।
আলো হলো জীবন ,আর অন্ধকার
অনন্ত জীবন।
অনিরুদ্ধ আজ একবার বলো
এ আমার জীবন ? না অনন্ত জীবন ?

No comments: