তৃষ্ণা

হারতে হারতে হারিয়ে ফেলি যদি
বুকের ভেতর উছলে ওঠে নদী;
নদীর ভেতর মায়ার কাঁপন ওঠে,
তোমার হাসি ভাসল যখন ঠোঁটে!
তোমার ঠোঁটে স্রোতের উপকথা,
জানলে জানুক আমার নীরাবতা।
জানলে বলো লজ্জা পাবে তুমি?
চোখের বাঁকে তৃষ্ণাকাতর ভূমি।
তৃষ্ণা বাড়ে, তৃষ্ণা বাড়ে নারী
লতিয়ে ওঠে ঘ্রাণের বসতবাড়ি,
শিরায় তোমার প্লাবন যদি আসে
ভাসিয়ে নিও প্রবল জলোচ্ছ্বাসে।

No comments: