বলব, নাহ কিছু নয়

বলব, যাও,
বলব, ঠিক আছে, 
বলব, নাহ  কিছু নয়, 
বলব, হুম বেশ আছি,
ভালো আছি।
তোমার আঙুলগুলোর নড়ে ওঠা
অবধি আমি দাঁড়িয়ে থাকব।দেখব।
তারপর বলব আমি বদলে গেছি।
আমি আর আগের মত আঙুলের ইচ্ছে গুলো পড়তে পারিনাা।

No comments: