তোমাকে প্রায় অামি বলতাম
ভাল খারাপ যা কিছু গুরুত্ব পুর্ন তার কোন ছবি হয়না।
তুমি এমন ভাবে তাকাতে যেন অামি অর্থহীন সংলাপের মায়া জাল বুনে চলেছি,
অজস্র ছবি মুহুর্তে নিয়ে অাসতে তুমি
প্রিয় মানুষের ছবি,
অাকাশের ছবি,
বৃষ্টির ছবি,
তুমি জানতে
অামার সকল দুর্বলতার জিনিস গুলো
যেমন অাকাশ নদী বৃস্টি
ভোর, বৃক্ষ, অচেনা মানুষ
তুমি অাত্ম বিশ্বাসে বেঝানোর চেষ্টা করতে অামাকে, এত যে ভাল ছবি তুমি তুলেছ
এসব কি ভাল ছবি নয়?
ভালো কোন কিছুর ছবি নয়?
অামি মনোযোগ হারায়নি দেখে তুমি অবাক হতে।
সরব মানুষ নীরব হলে যেমন বিপদের অাশংকা,
তেমনি ধৈর্য্যহীন মানুষের ধৈর্য্য বুঝি অধিকতর রহস্যময়।
অজস্র বছর তোমার সেই সব প্রশ্নের উত্তর বুকে নিয়ে অামি পথ হেটেছি,
অাজ তোমাকে সে সব বলব বলে কাছে ডাকা,
অামারা কত শত ছবি দেখি সে সব শুধু অবয়ব কোন বস্তর, বাস্তবতার নয়।
অামরা মানুষের ছবি তুলতে পারি,প্রানের পারি না।
অামরা মানুষের ছবি তুলি, মনের ছবি তুলতে পারি না।
অমরা ছবি তুলতে পারিনা নিটোল কোন ভালবাসার,
পারিনা ভাল লাগার,অহংকারের, নীরাবতার,
শ্রদ্ধার, ক্রোধ কিংবা কোন পুর্ন কোন তৃপ্তির,
না পারি অাটপৌরে অথবা গভীর কোন সম্পর্কের।
অামরা কি পেতে পারি সময় বা সম্ভাবনার কোন অস্পষ্ট একটি ছবি?
অথবা কোন একটি গোপন অনুমানের ছবি?
কোন সামান্য সুখ অথবা কোন অস্ফুট কষ্টের ছবি?
কোন মোহ অথবা কোন মায়ার?
পরিপুর্ন কোন বন্ধনের?
কোন ভুলের ছবি? পারিনা।
ছবি দিয়ে শুধু সামান্য ভুলের কয়েকটি উদাহরন তুলি,পরিমাপ করি
সমগ্র ভুলের ছবি কোথায় পাব অামি? অন্তরের গহীনে কি থাকে লুকিয়ে?
দেখেছি কি এমন কোন ছবি অাজও?
ছবি দিয়ে দেখি হাসি অানন্দ কষ্টের সামান্য ফলাফল।
প্রত্যাশা প্রতীক্ষার কতটা দেখি ছবিতে বলো।
অামরা মানুষের ছবি দেখে প্রেম খুজি,
ভাল বাসা খুজি,
খুজি সম্পর্ক দুটি মানুষের।
সম্পর্কের একটি ছবি দেখে দুটি মানুষকে কোনদিন কি খুজে পাব অামরা?
অমরা তুলতে পারি বয়ে যাওয়া নদী,দাড়িয়ে থাকা পাহাড়,অনন্ত নীলাকাশ অথবা জেগে ওঠা চরের ছবি।
তবু ছবি দেখে নেচে ওঠে মন
ভরে যায় প্রান,
ছড়িয়ে পড়ে অানন্দ, অভিলাষ, মুগ্ধতা,
জেগে ওঠে প্রান,প্রেম ভালবাসা,
যার কোনটির একক কোন ছবি অাজ এ জগতে কেউ তোলেনি,তুলতে পারেনি।
অনুভুতির পরিপুর্ন কোন ছবি অাজও নেই।
No comments:
Post a Comment