বেহিসেবি রাজপথ

কালিমায় বেড়ে ওঠা ধুপ
শুদ্ধতায় সুর তোলে সুগন্ধ
পার করা জীবনের ঝুল
আর জেগে থাকা ক্ষমতার ছাদ,
আমরা দাঁড়িয়ে থাকি তবু
বর্ষায় খোঁড়া বেহিসেবি রাজপথ।

No comments: