তুমি আমার আমার কন্ঠ নিও,
রক্তে অামার দুর্বারসের ধ্বনি নিও।
বাতাস বুকে দুই আঙুলের পরশ নিও
তুমি অামার নীলকমল সব নিঃসর্গ নিও।
বুকের কাঠে না বলা সব চিণ্হ নিও।
তুমি অামার শ্বাস নিও, দীর্ঘ সবল বিশ্বাস নিও।
তুমি আমার নিভৃত নিও।
রক্তে অামার দুর্বারসের ধ্বনি নিও।
বাতাস বুকে দুই আঙুলের পরশ নিও
তুমি অামার নীলকমল সব নিঃসর্গ নিও।
বুকের কাঠে না বলা সব চিণ্হ নিও।
তুমি অামার শ্বাস নিও, দীর্ঘ সবল বিশ্বাস নিও।
তুমি আমার নিভৃত নিও।
তুমি আমার জল তরঙ্গ পলক নিও
চোখের তারার জলের মত ঝিলিক নিও
চোখের তারার জলের মত ঝিলিক নিও
No comments:
Post a Comment