সাবালিকা

গোধুলীর ওড়নায় বেদনার চিল
চোখ তার সময়ের নিভৃত ফসিল।
এলোমেলো স্বপ্ন এলোমেলো চুল 
শিয়রে মৃত্যু তীক্ষ্ণ ত্রিশুল,
অস্থির মুখ ঢেকে দেয় সন্ধ্যা, বৃষ্টির মৃন্ময়ি কোল
অাত্মার অতৃপ্তি পোড়ে দেবালয়,
অাকাশে অাবীর, অামার রক্তে অনন্ত হেম,
ভিজে ভিজে নতজানু স্বর,
কাছে নাও, ধুয়ে দাও, অতল অঝোর,
সাবালিকা 
যত সমস্থ প্রেম।

No comments: