মানুষ ভালবাসে

একদিন মানুষের মত হয়ে উঠতে উঠতে
ভেঙে যাব আমি।

টুকরো হয়ে ঝরে ঝরে পড়বে আমার সমস্থ ভোর।
আমার সমস্থ বিলাসী আভা।

আধারের কাছে কেনা কষ্ট।
পাশে এসে দাড়াবে ক্ষমতাসীন বিশ্বাস,
যারা ভেংগে পড়ার শেষ মুহুর্তে পাশে থাকে
ভাংঙনের শব্দের সাথে নিয়ে আসে অন্তিম সিল।
নিস্তব্ধ কোলাহল ধরে হাটে অজানা পথে,
অটুট অস্তবিশ্বাস শুয়ে থাকা গভীর অন্ধকারে।
স্বান্তনার অন্তরালে আমার নিষ্পলক যাওয়া আসা।
ভঙ্গুর সেই জলছবি, মানুষ ভালবাসে মানুষেরে,
মানুষ কাছে পেতে চায় মানুষেরে। অজান্তে ।
প্রতিশ্রুতির খাতা খোলা থাকে ধুলোর আশেপাশে।

No comments: