এক একটি বিকেল যখন ক্রমে ম্রিয়মান
গোধুলীর গায়,
শরতের সন্ধ্যায় যখন মন্দিরে প্রদীপের শিখায় শিখায় নাচে বছরের ছায়া,
আমি কৈশোর হয়ে খুঁজি মন্ডপে মন্ডপে আমার অপলক তাকিয়ে থাকা,
আমার নগ্ন পা প্রতিমার মত ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠেনা,
শিল্পীর হাত সুন্দরে নিমগ্ন শুধু।
তোমার আমার মাঝে তখন পুরোনো গ্রীল রংকরা
সক্ষম পাহারায় ,বাহির আমার ঘর ,প্রিয়তম তুমি দেবী, মানব আমি বহুকাল।
অপরিবর্তনীয় গোত্র এ আমার নিয়তির জাল।
অনাহুত ঘুমঘোর ছেড়ে খুঁজি আজকের আমি আর সেদিনের না বোঝা অনুভব।
দক্ষিনায় পথ হারানো ভুলোমন,
ভুল করে অসময়ে তোমার মুহুর্তের পাশে আমার নয়ন,
কাল আর দেখা হবেনা একত্রে শিশির দুর্বার গায়ে,
ভালোবেসে ঘন আয়োজন,
ভালোবেসে ভুল করা পথ বিসর্জন হয়ে লেগে থাকে মানুষের পায়ে ,
গোধুলীর গায়,
শরতের সন্ধ্যায় যখন মন্দিরে প্রদীপের শিখায় শিখায় নাচে বছরের ছায়া,
আমি কৈশোর হয়ে খুঁজি মন্ডপে মন্ডপে আমার অপলক তাকিয়ে থাকা,
আমার নগ্ন পা প্রতিমার মত ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠেনা,
শিল্পীর হাত সুন্দরে নিমগ্ন শুধু।
তোমার আমার মাঝে তখন পুরোনো গ্রীল রংকরা
সক্ষম পাহারায় ,বাহির আমার ঘর ,প্রিয়তম তুমি দেবী, মানব আমি বহুকাল।
অপরিবর্তনীয় গোত্র এ আমার নিয়তির জাল।
অনাহুত ঘুমঘোর ছেড়ে খুঁজি আজকের আমি আর সেদিনের না বোঝা অনুভব।
দক্ষিনায় পথ হারানো ভুলোমন,
ভুল করে অসময়ে তোমার মুহুর্তের পাশে আমার নয়ন,
কাল আর দেখা হবেনা একত্রে শিশির দুর্বার গায়ে,
ভালোবেসে ঘন আয়োজন,
ভালোবেসে ভুল করা পথ বিসর্জন হয়ে লেগে থাকে মানুষের পায়ে ,
পথের মত আমরা তাকিয়ে থাকি ,
তোমার আমার মাঝে উঠে আসে ধুনচির ঘোলাটে ধোয়া
তখনো বাজে শাঁখা চুড়ির মুখোমখি ইর্ষা ।
পথ হারালে পায়ের নীচেয় পথই থাকে,
সময়েরা হেটে যায় পথের বাঁকে একসাথে,
মানুষের ভিড়ে অচেনা মন্দির চেনা হয়ে জ্বলে ,
যেন কত জনম পোড়ো প্রাঙ্গনে দাড়ানো সে একা,
শিউলির চোখে শরৎ শিশিরের মত টলমল,
শরৎ আসে আবার আসব বলে চলে যায়,
ঢাকের শব্দে জলরং ছেলেবেলা কাছে আসে,
শংখ ধ্বনি হয়ে তুমি ভেসে ভেসে কথা কও কানে।
তোমার আমার মাঝে উঠে আসে ধুনচির ঘোলাটে ধোয়া
তখনো বাজে শাঁখা চুড়ির মুখোমখি ইর্ষা ।
পথ হারালে পায়ের নীচেয় পথই থাকে,
সময়েরা হেটে যায় পথের বাঁকে একসাথে,
মানুষের ভিড়ে অচেনা মন্দির চেনা হয়ে জ্বলে ,
যেন কত জনম পোড়ো প্রাঙ্গনে দাড়ানো সে একা,
শিউলির চোখে শরৎ শিশিরের মত টলমল,
শরৎ আসে আবার আসব বলে চলে যায়,
ঢাকের শব্দে জলরং ছেলেবেলা কাছে আসে,
শংখ ধ্বনি হয়ে তুমি ভেসে ভেসে কথা কও কানে।
No comments:
Post a Comment