এক না বলা তীর্থ তুমি স্পস্ট, রামধনুর গায়।
সকাল টেনে টেনে দুপুর অামি।
ধীরে জাগে বোধ নিশ্চল অায়নায়।
খন্ড অামি মাথা রাখি তবু অখন্ড তোমায়।
পথ জন্ম নেয় ধুলো অার অজস্র কণায়।
জীবন বিধে রবে একদিন মরনের ফলায়।
ছন্নছাড়া সুতোয় অচিন্ত্য ভোর,
সুখেরা দিশে হারা ,খুঁজে নিক একান্ত দোসর ।
জীবন বহে ভালবাসার ভার,
এখনো প্রশ্ন আমি কতটা তোমার।
No comments:
Post a Comment