না এলেও পারতে

এতদুর হেটে এলে
না এলেও পারতে,
এতটা সময়ে তুমি ফিরে যেতে পারতে
তোমার চেনা কোন এক নন্দিত নগরে।
ভেজা শহর বুকে নিয়ে ইটের দেয়াল,
ঘাসের ডগায় শিশির গোনা
ভালবাসার দায় শুধু কি তোমার।
এমন তো নয়
পায়ের দায় শুধু একা হেঁটে চলা।
ঘুমন্ত সিড়ি কখনো কি জড়াবে না
পায়ের অালপনায়।
পথ কি বলবে না এক বারও,
প্রিয়তম। এই যে অামি সীমাবদ্ধ।
অসীমের গর্ব আজ আর নেই।
তোমার চরনে নতজানু আমি,তোমাতে বিলীন।
কেন এলে? না এলেও পারতে,
এতটা সময়ে তুমি ফিরে যেতে পারতে
তোমার চেনা কোন এক নন্দিত নগরে।

No comments: