একলা নদীর অনেক ধারা ,ভালো থেকো তুমি নদী,
বহমান তুমি সাথে নিও সময়ের হাত ঘড়ি।
আমি ধীর মেঘে ঢাকা তল দেখি আয়নায়
পাড় ভাঙা জল ধরি বুকে, দেখা হবে মোহনায়,
বহমান তুমি সাথে নিও সময়ের হাত ঘড়ি।
আমি ধীর মেঘে ঢাকা তল দেখি আয়নায়
পাড় ভাঙা জল ধরি বুকে, দেখা হবে মোহনায়,
পায়ের পথে এলোমেলো প্রান আমি দুর্বায়
কিছু নেই, ধার নেয়া শিশিরে ধোয়াবো পা,
মুছে নিও কষ্ট বিকেল মখমলে নির্ভয়,
কিছু নেই, ধার নেয়া শিশিরে ধোয়াবো পা,
মুছে নিও কষ্ট বিকেল মখমলে নির্ভয়,
করুনার কাছে না খুঁজি জন্মের যোগ ,বৈশাখী বর,
অনির্বান আলো নিয়ে যেন ফিরি, যদি আসি আর।
অনির্বান আলো নিয়ে যেন ফিরি, যদি আসি আর।
No comments:
Post a Comment