ব্যাক্তিগত

তোমার জন্য আমার কিছু প্রহর ছিল,
উপেক্ষায় সে এখন ব্যাক্তিগত ।
যার প্রান্ত জুড়ে আমি শ্যমল পরাগে লিখতে চেয়েছি বালুচরি ঝরনা ।
রিনি ঝিনি গহন সুখের সুনন্দা।
প্রশান্তি পছন্দ ছিল না তোমার।সুখের পায়রা খুঁজেছ কেবল।
অনাবিল বিশ্বাসে আত্মহননে বড় সুখ তোমার।
শ্বাসনালী ঘেরা কুলীন কষ্টরা একদিন জানতে চাইবে তোমার কি ছিলনা।
চিক চিক হেমন্তের রোদ্দুর, নীল আকাশ ছাদের কোনায়
তবু উড়ান বাতাসে মনের মাহাত্ম্য ওড়ালে আঁচল।
এক এক করে সুখের তোড়ে ভাঙবে দেয়াল সবটুক শরীর।
স্মৃতির কাছে হবে নিথর সমর্পন।নিয়ে নেবে ভার।
জলকনার মত গড়িয়ে পড়া বিন্দুতে হবে পাতার উল্লাস।
স্নেহভরে তর্জনী খুঁজবে কষ্টের দাগ ,সারারাত।
মাঝ রাতের মাঝামাঝি তোমার নির্ঘুম ফেরা,
শরীরে ক্ষত সাথে তৃপ্তির দাগ।
স্থির পথে পুষ্পের কোলাহল না এল সৌরভে,
শক্ত গুটির বড় বেহিসেবী চাল,
চলো উঠি দায়সারা পূর্নিমার ডাকে,অমাবস্যা বুকে বাচিঁ বহুকাল ।

No comments: