রাত্রির কোল জুড়ে এই যে আলো আঁধারি,
সে তোমার আমার।
সে তোমার আমার।
যখন শষ্যরা বুকে রাখে সবুজ ক্ষেত
যখন মাঠেরা ঘুমায় ক্লান্ত কৃষকের বুকে শান্ত শীতল ,
এক ফালি স্বপ্ন বোধ,
নরম চাঁদ নেমে আসে চোখের তারায়,
একাকী হাসে,
প্রভাতের গান হয়ে কৃষানির পায়ে।
নেমে আসে উঠোন জুড়ে
কাদা মাখা বুকে ঝি ঝি পোকা
গান গায় বিরাম হীন,
তার ছন্দ তোমার আমার।
যখন মাঠেরা ঘুমায় ক্লান্ত কৃষকের বুকে শান্ত শীতল ,
এক ফালি স্বপ্ন বোধ,
নরম চাঁদ নেমে আসে চোখের তারায়,
একাকী হাসে,
প্রভাতের গান হয়ে কৃষানির পায়ে।
নেমে আসে উঠোন জুড়ে
কাদা মাখা বুকে ঝি ঝি পোকা
গান গায় বিরাম হীন,
তার ছন্দ তোমার আমার।
ঘুম ঘোরে কাছে আাসা বৃস্টির জল,
খুঁজে ফেরে অথৈ অতল,
নীচু ভুমি, জলাশয় পুর্ন হবে বলে।
সেই সব পুর্ণত্বের যত স্বাদ,
ভাললাগা আবহ অবাধ,
সে তোমার আমার।
খুঁজে ফেরে অথৈ অতল,
নীচু ভুমি, জলাশয় পুর্ন হবে বলে।
সেই সব পুর্ণত্বের যত স্বাদ,
ভাললাগা আবহ অবাধ,
সে তোমার আমার।
যখন বিহবল সন্ধ্যা মালতি
সব্ধ্যা পেরিয়ে খোঁজে
হাতে নিয়ে রাত ঘন গভীর,
যখন তৃপ্তির জলে
ভেসে যায় তোমার দু কুল,
ভেসে যায় তোমার লোকালয়
আদুরে অন্চল,
অঝোরে বৃস্টির জল
ভুলে যায় কোলাহল।
ফোটায় ফোটায় তার আস্বাদ
ধাবমান বেগ
সে তোমার আমার।
সব্ধ্যা পেরিয়ে খোঁজে
হাতে নিয়ে রাত ঘন গভীর,
যখন তৃপ্তির জলে
ভেসে যায় তোমার দু কুল,
ভেসে যায় তোমার লোকালয়
আদুরে অন্চল,
অঝোরে বৃস্টির জল
ভুলে যায় কোলাহল।
ফোটায় ফোটায় তার আস্বাদ
ধাবমান বেগ
সে তোমার আমার।
অদুরে দাড়িয়ে থাকা ভোর
চোখের পাতায় রেখে যায়
সকাল, ঘন দুপুর,
কৃযানির সেই গুন গুন সুর,
আটপৌরে শাড়ীর ভাঁজে তার
এখনো না পাওয়া পায়েলের উৎসব
এই অতৃপ্তি অনন্তকাল,
ভালবেসে তোমার আমার।
চোখের পাতায় রেখে যায়
সকাল, ঘন দুপুর,
কৃযানির সেই গুন গুন সুর,
আটপৌরে শাড়ীর ভাঁজে তার
এখনো না পাওয়া পায়েলের উৎসব
এই অতৃপ্তি অনন্তকাল,
ভালবেসে তোমার আমার।
15/07/2020
No comments:
Post a Comment