সময় যাপন


নির্জনতার ধার ছুঁয়ে পাহাড়ের পায়ে মাথা,
নাক ফুল হারানো অপয়া বাসর,
নরম আলোয় খসে পড়া ফুল আর পাপড়ির প্রেম,
নির্জনতায় ম্লান হয়ে ভাসে তার চোখ, জোৎস্নায়।
ফিকে রোদ, কুমারী উষ্ণতার কাছে জনাকীর্ণ জীবনের দায়,
কোলাহলে রাজ পথ, কাঁটা তারে আটকে পড়া অামার দুই চোখ,
লোকালয় কথা কয় ,তুমি কি এখনো অপেক্ষায় ?
হাত হীন পা হীন দৃষ্টিহীন কলোরব,
খুঁজি পথ, তবু পার্থক্যের রেখায় ধৈর্যের ধারাপাত,
প্রেয়সীর বাহুতে রাত্রি যাপন অার জীবন যাপন, অনন্ত তফাৎ,
অনুভুতির কাছে শোনা চেতনার আত্মকথা, বিষন্ন বিকেলে
যেন এক জনম শুন্য বোধ। শুন্যের সাথে সমস্ত সম্পর্কের অজুহাত।
বিপন্ন বিনয়ে কুসুমের কংকাল,
নোনাজলে পাক খায় চতুর আশ্বাস,
তবু সমর্পণ কেড়ে নেয় বুঝি উচ্ছন্নের বাহু,
সময়ের ভাঁজ খুলে বেড়ে ওঠে শৈশব,অবৈধ যৌবন,
অনিশ্চয়তাই জীবন, মৃত্যুই একমাত্র আত্মবিশ্বাস।
আতুর ঘর জুড়ে অপুর্ণ মিলনের কৌরব ফসল,
কামনার খাপে জন্ম নেয় নতুন স্নেহ,অচেনা রাহু।
তুমি অামি সবই এক অভিন্ন সময়,শিশির সময়,
শুরু ভিন্ন,শেষ ভিন্ন। সময়ের অস্থি মজ্জায় তবু অভিন্ন শিহরন,
একই গাছের অজস্র পাতার মত লেগে থাকা অধীর পল্লব,
এক একটি বোটার জন্য জীবন,জীবনের জন্য খসে পড়া প্রয়োজন,
তবু সময়ের রাজ্যপাটে নিঃসঙ্গ ঢেউ পরানের পাড়ে ,
সব অালো যেন অাধারের অালোহীন কৃতকর্ম,
জুড়তে জুড়তে শরীরের মত রিজু হয়ে ওঠা ক্ষন।
না বলা প্রেম যন্ত্রনার একক ভাস্কর্য ,
দাড়িয়ে থাকা শিরোনাম হীন নিসংঙ্গতা।
সময়ের গায়ে যেন ছোপ ছোপ নরম ফসিল,
বহে নিরন্তর পুর্বে পশ্চিমে,ভাঙা প্রেম ভাঙা কথা,
সাজানো সময় নির্ভার পিছনে দাড়ায় কাঁধে রেখে হাত।
ডাকে না ভালবেসে, বলে নাকো কথা, ঠোঁটে তার ছিলনা পরিচয়,
এই সব তুমিহীন ছড়ানো আমি,
খন্ড খন্ড পড়ে থাকা ক্ষয়,
মাঠের মত উর্বর সময়, ছিল অন্য কারও,হয়ত আমার নয়।

No comments: