কোমল পাতা


তোমার জন্য আমার আলাদা কোন শব্দ নেই। ভাষা নেই।
শব্দ উচ্চারণের তাগিদ নেই। অভিলাষহীন জড়তা নেই।
তোমার যা কিছু শোভন সে অতীত ।বৈকুন্ঠ ছোঁয়ার কোন উদ্যোগ নেই আমার ।
জরায়ুর ককপিটে ভালবাসার বনসাই আমি, কপিরাইট হীন সহজ স্বত্ত্বা,
মরে যাবার আগ পর্যন্ত বাঁচতে চাওয়া নেই।
অশুদ্ধ জীবনের লালে এলোমেলো ভিজে থাক কোমল পথ।পলাশের গালে।
আমার ফিরে আসার কোন ইচ্ছে নেই। কোথাও পৌঁছানোর আগ্রহ নেই।
ইতিবৃত্তে ঘোর , অযাচিত ভালবাসার জলের উচ্ছ্বাসে কোন সায় নেই।
এক নির্মোহ বেদনা আমি ,জেগে থাকি সারা বেলা সময়ের জালে,অসময়ের পালে।
কাকডাকা ভোর অথবা কাকভেজা সন্ধ্যার সাথে কোন সখ্যতা ছিলনা আমার।

No comments: